শিরোনাম
ঈদ উপলক্ষে স্থল বন্দর বন্ধ থাকবে
প্রকাশ : ৩০ জুলাই ২০২০, ১৬:৪৪
ঈদ উপলক্ষে স্থল বন্দর বন্ধ থাকবে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে হিলি স্থলবন্দরে পাঁচ দিন ও আখাউড়া স্থলবন্দরে ছয় দিন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো পণ্য আমদানি- রফতানি হবে না। যদিও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক পারাপার বন্ধ রয়েছে।


হিলি স্থলবন্দর ব্যবসায়ীদের সংগঠন থেকে দেয়া এক চিঠিতে জানানো হয়, ৩১ জুলাই শুক্রবার থেকে আগামী চার আগস্ট মঙ্গলবার পর্যন্ত বন্দরের আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী পাঁচ আগস্ট বুধবার থেকে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্যসহ সকল কার্যক্রম চালু হবে।


এদিকে সরকারি ছুটির দিন ছাড়া আখাউড়া শুল্ক স্টেশন ও বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানিয়েছেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ। জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ৩০ জুলাই বৃহস্পতিবার থেকে ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি- রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ৫ আগস্ট বুধবার থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি- রফতানি শুরু হবে।


তবে এ সময় ভারত-বাংলাদেশে আটকে পড়া পাসপোর্টধারী যাত্রী নিজ দেশে গমনাগমন করতে পারবে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com