শিরোনাম
২২৯টি পোশাক কাখানার শ্রমিকরা বোনাস পাননি: বিজিএমইএ
প্রকাশ : ২৯ জুলাই ২০২০, ২১:০৬
২২৯টি পোশাক কাখানার শ্রমিকরা বোনাস পাননি: বিজিএমইএ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২৭ জুলাই বোনাস দেয়ার সরকারি নির্দেশনা থাকলেও বুধবার (২৯ জুলাই) পর্যন্ত বোনাস পাননি ২২৯টি পোশাক কাখানার শ্রমিক। বুধবার (২৯ জুলাই) বিকেলে এতথ্য জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।


বিজিএমইএ'র তথ্য, সংগঠনটির সদস্যভুক্ত ১ হাজার ৮৯৮টি পোশাক কারখানার মধ্যে শ্রমিকদের বোনাস দিয়েছে ১ হাজার ৬৬৯টি কারখানা। অর্থাৎ এখনো ১২ শতাংশ কারখানা বোনাস পরিশোধ করেনি।


অঞ্চল ভিত্তিক বিভাজনে দেখা যায়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত ৩২২টি কারখানার মধ্যে বোনাস পরিশোধ করেনি ৫৬টি কারখানা। গাজীপুরের ৭১৩টির মধ্যে এখনও বাকি রয়েছে ৭১টি কারখানার বোনাস, সাভার-আশুলিয়া এলাকার ৪১টি কারখানার শ্রমিকরা পাননি তাদের ঈদ বোনাস। নারায়ণগঞ্জের ১৯৫টি কারখানার মধ্যে বোনাস পাননি ২০টি কারখানার শ্রমিক, চট্টগ্রামের ২৩২টি মধ্যে বোনাস দেয়া হয়নি ৩৭টি কারখানার আর অন্যান্য এলাকার ১৮টি কারখানার মধ্যে বোনাস দেয়নি চারটি কারখানা।


এসব কারখানা তাদের শ্রমিকদের বোনাস পরিশোধের প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিএমইএ।


এর আগে গত ২০ জুলাই দুপুরে রাজধানীর বিজয়নগরে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভা শেষে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ঈদুল আজহার বোনাস ২৭ জুলাইয়ের মধ্যে পরিশোধ করার কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। ওই দিনই জানানো হয় চলতি মাসের অর্ধেক বেতন পরিশোধ করা হবে ৩০ জুলাইয়ের মধ্যে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com