শিরোনাম
সোনার দামে সব রেকর্ড ভেঙেছে
প্রকাশ : ২৩ জুলাই ২০২০, ২২:৪৪
সোনার দামে সব রেকর্ড ভেঙেছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনা মহামারীর মধ্যেও সোনার দাম বেড়ে আকাশচুম্বি হয়েছে। দেশের বাজারে সব মানের সোনা প্রতি ভরিতে দুই হাজার ৯১৬ টাকা বেড়েছে; যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।


সোনার নতুন দাম নির্ধারণ করে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাদের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে। শুক্রবার থেকে সোনার এ নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


বাজুস নির্ধারিত সোনার নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম পড়বে ৭২ হাজার ৭৮৩ টাকা; যা বৃহস্পতিবার পর্যন্ত এই মানের সোনা বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৮৬৭ টাকা।


২১ ক্যারেটের সোনা কিনতে প্রতি ভরির দাম হবে ৬৯ হাজার ৬৩৪ টাকা; যা বৃহস্পতিবার পর্যন্ত এই মানের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ৬৬ হাজার ৭১৮ টাকা।


আর ১৮ ক্যারেটের সোনা কিনতে দাম পড়বে প্রতি ভরি ৬০ হাজার ৮৮৬ টাকা; যা বৃহস্পতিবার পর্যন্ত এ মানের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৫৭ হাজার ৯৭০ টাকা।


এছাড়া সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি কিনতে হবে ৫০ হাজার ৫৬৩ টাকায়; যা বৃহস্পতিবার পর্যন্ত এ মানের সোনার প্রতি ভরির দাম হচ্ছে ৪৭ হাজার ৫৮৯ টাকা।


এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com