সম্প্রতি একাধিক গানের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। স্টেজ শোগুলোও নিয়মিত করছেন তিনি।
ধারাবাহিকভাবে প্রতিমাসে নতুন গান প্রকাশ করছেন সালমা। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতেও রয়েছে তার উপস্থিতি। সম্প্রতি চারটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। গানগুলোর রেকর্ডিং আগেই শেষ করেছেন। ভিডিও ধারণের কাজ শেষ হলেই ধারাবাহিকভাবে মুক্তি পাবে গানগুলো।
এ বিষয়ে সালমা বলেন, খুব বেশি প্রয়োজন না হলে শুটিং করতে চাই না। কারণ শুটিংয়ে অনেক কষ্ট করতে হয়। বাইরে রোদের মধ্যে কাজ করতে হয়। যারা কাজ করেন, তারা যে কত কষ্ট করেন সেটা শুটিংয়ে গেলে অনুভব করা যায়।
তিনি আরও বলেন, অনেক প্রযোজনা প্রতিষ্ঠান চায় গানের ভিডিওতে শিল্পীর উপস্থিতি। তখন আসলে শিল্পী হিসেবে আর নিষেধ করা যায় না। গানের ব্যাবসায়িক দিকও বিবেচনা করতে হয় আমাদের।
এদিকে ‘একমাত্র ঠিকানা’ ও ‘ভালোবাসার মূল্য দিলানা’ শিরোনামের আরও নতুন দুইটি গানে কণ্ঠ দিয়েছেন সালমা। মামুন আফনান রুমি কথা ও সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন এস ডি সাগর। ভিন্ন ভিন্ন কোম্পানি থেকে প্রকাশ পাবে গান দুটি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]