পৌষ-মাঘ মাস না আসলেও দেশের বিভিন্ন স্থানে শীতের পারদ ১০ ডিগ্রিতে নেমেছে। এই শীতের সকালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ফটোশুটের একাধিক ছবি। যেখানে সাদা গাউনে খোলামেলা রূপেই দেখা মিলেছে অভিনেত্রীর। হালকা গহনার সঙ্গে অভিনেত্রীর মেকআপ ভক্তদের হৃদয়েও যেন ঝড় তুলেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালেই সাদা কন্যার সাজে হাজির হলেন রুনা খান। একটি ফ্যাশন কোম্পানির প্রচারণায় কভার মডেল হয়েছেন তিনি।
বর্তমানে রুনার বয়স চল্লিশের কোটায়। এই বয়সে এসেও আবেদনময়ী তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন ৮০ বছর বয়সেও মডেলিং করতে চান তিনি।
রুনা বলেন, ‘আমারই সমবয়সি অপূর্ব, নিশো। ওরাও তো দেখতে আকর্ষণীয়। ওদেরকে তো এই প্রশ্ন করা হয় না; তাদের পরিবার আছে, সন্তান আছে, তারপরও কেন আকর্ষণীয় লাগছে! তো ৪০-৪২ বছর বয়সী অপূর্বকে, শুভকে সুন্দর-আকর্ষণীয় দেখালে ৪০-৪২ বছর বয়সী রুনা খান, বাঁধনদেরকেও সুন্দর, আকর্ষণীয় দেখাতে পারে, একই জিনিস।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে আসলে সৌন্দর্যের প্রতীক আমার মা। এছাড়াও শর্মীলা (শর্মীলা আহমেদ) আন্টি, দিলারা জামান, তারা। আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি তাদের বয়স পর্যন্ত, তাহলে ওনাদের মতো হতে চাই। তারা আশি বছর বয়সে গিয়েও অভিনেত্রী হিসেবে কাজ করেন, কিংবা আইস টুডের কাভার মডেল হতে পারেন।’
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]