পর্যটননগরী কক্সবাজারের কলাতলীতে অবস্থিত অভিজাত হোটেল রয়েল পার্ল সুইটসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দেশের নামকরা অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় হোটেলটির সম্মেলন কক্ষে রয়েল পার্ল সুইটসের ব্যবস্থাপনা পরিচালক তাহা ইয়াহিয়া ও রুকাইয়া জাহান চমকের মধ্যে দ্বিপাক্ষিক এ চুক্তি সম্পাদন হয়।
এ সময় সেখানে ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া ও রয়েল পার্ল সুইটসের পরিচালক আজমান নাসিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রয়েল পার্ল সুইটসের ব্যবস্থাপনা পরিচালক তাহা ইয়াহিয়া জানিয়েছেন, কক্সবাজারের পর্যটনকে এগিয়ে নিতে এই চুক্তি মাইলফলক হিসেবে কাজ করবে। প্রখ্যাত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক দেশে এবং দেশের বাইরে রয়েল পার্ল সুইটসের প্রতিনিধিত্ব করবেন। এজন্য আগামী বছরের ১ ডিসেম্বর পর্যন্ত তিনি রয়েল পার্ল সুইটসের একচেটিয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন।
চুক্তি শেষে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তাঁর প্রতিক্রিয়ায় জানান, এই প্রথম পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। কক্সবাজার সমুদ্রসৈকত অনন্য সুন্দর পর্যটনকেন্দ্র। এই খাতে কাজ করার অনেক সুযোগ রয়েছে। দেশিবিদেশী পর্যটকরা যাতে আকৃষ্ট হয় তার জন্য সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
বিবার্তা/ফরহাদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]