মা হওয়ার অপেক্ষায় আছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সবসময়ই মা হতে চেয়েছি। সত্যি এটা অসাধারণ একটি অভিজ্ঞতা। আমিও মা হওয়ার অপেক্ষায় আছি। মানুষ প্রায়ই বয়স নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু আমি মনে করি, জীবনে এমন কোনো সময় নেই যখন মা হওয়া যায় না।
জানা গেছে, বুধবার (৬ নভেম্বর) ওটিটিতে মুক্তি পেয়েছে সামান্থা অভিনীত সিরিজ ‘সিটাডেল: হানি বানি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান। সিরিজে সামান্থার চরিত্রের নাম ‘হানি’। সিরিজের গল্পে নাদিয়া নামের একটি কন্যা সন্তান রয়েছে অভিনেত্রীর। সামান্থার কন্যা চরিত্রে অভিনয় করেছেন কাশভি মজুমদার। মা-মেয়ের অভিনয় ব্যাপক সাড়া ফেলে দর্শকমহলে। মূলত এ কারণেই সামান্থার মা হতে চাওয়ার প্রসঙ্গটি উঠে এসেছে।
উল্লেখ্য, সামান্থা ভালোবেসে ২০১৭ সালের ৬ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন। শুরুতে দাম্পত্য জীবন ভালো কাটলেও হঠাৎ তাদের সংসারে বেজে ওঠে বিচ্ছেদের সুর। অবশেষে ২০২১ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির।
এরপর নাগা দ্বিতীয় বিয়ে করে নতুন জীবন শুরু করলেও এখনও সিঙ্গেলই রয়ে গেছেন সামান্থা। বর্তমানে অভিনেত্রীর জীবনে কেউ নেই।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]