ঢাকাই সিমেনার শীর্ষ নায়ক শাকিব খান। ব্যক্তিজীবনে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছেন তিনি। তাদের দু’জনের বাইরেও আরও এক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল নায়ককে ঘিরে।
যার নাম পূজা চেরী। বছরখানেক আগেই চলচ্চিত্রপাড়ায় শোনা যায়, নবাগত এই নায়িকার সঙ্গে প্রেম করছেন শাকিব খান। এক সিনেমায় কাজ করতে গিয়েই তাদের এই সম্পর্কের শুরু।
বিষয়টি নিয়ে সে সময় কথা বলেছিলেন পূজা। জানিয়েছিলেন, শাকিবের সঙ্গে তার কোনো প্রেম নেই। দু’জন এক সিনেমায় কাজ করেছেন বলেই তাদের নিয়ে এই গুঞ্জন ছড়িয়েছে।
সম্প্রতি আবারও শাকিব খান প্রসঙ্গে কথা বলেছেন এই নায়িকা। যেখানে নায়কের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেছেন, এই জগতে কাজ করতে গেলে এ রকম গুঞ্জন ছড়াবেই। কিছুদিন পর আবার দেখা যায় সেসব সবই মিথ্যা।
পূজা মনে করেন, শিল্পীদের তাদের কাজ নিয়েই বিচার করা উচিত। ব্যক্তিজীবন নিয়ে নয়।
শাকিবের সঙ্গে নতুন কোনো কাজে যুক্ত হবেন কি না, এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, ‘কাজ হলে তো আপনারা সবাই দেখতে পাবেন।’
অনেকেই ধারণা করেন, শাকিবের সঙ্গে ‘গলুই’ ছবি করতে গিয়ে পূজার সঙ্গে প্রেম হয়। এমনও শোনা যায়, পূজা সেই প্রেমের কারণে বুবলীর সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। যদিও সেসবের পক্ষে জোরালেো কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সম্প্রতি রায়হান রাফীর পরিচালনায় নতুন একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন পূজা। যেখানে তার সঙ্গে থাকবেন চিত্রনায়ক রুবেল।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]