সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ার পর উদযাপনে ব্যস্ত দেশের তারকারা। ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরিও তার ব্যতিক্রম নন। তবে মাকে ছাড়া প্রথম দুর্গাপূজা বলেই হয়তো মন খারাপ তার।
পূজা চেরি বলেন, সবাই জানেন, মা (ঝর্ণা রায়) আমার সঙ্গে নেই। তিনি মারা গেছেন ছয় মাস হতে চলেছে। গতবারও মা আমার সঙ্গে ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে মা আমার হাত ধরে গেছেন। বিষয়টা এমন, আমি তার মা। ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। এবার আসলে সেভাবে কোনো পরিকল্পনা নেই। নিজের জন্য একটা সুতাও কিনিনি। কিনবও না, কাজে ব্যস্ত থাকব।
এদিকে মন খারাপ থাকলেও প্রার্থনার জন্য পূজামণ্ডপে গিয়েছেন এই নায়িকা। উৎসবেও ব্যস্ত আছেন শুটিংয়ের কাজে। শুটিং ইউনিটের সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]