সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব থাকেন ঢালিউডের নায়িকা পরীমণি। প্রায় সময়ই ছেলে-মেয়ে কিংবা নিজের ছবি, ভিডিও দিয়ে ভক্তদের নজর কাড়েন তিনি।
টানা কয়েকদিনের বৃষ্টিতে কখনও বেলি ফুল কখনও বা দোলনচাঁপা হাতে নিয়ে হাজির হতে দেখা যায় তাকে। কখনও আবার বৃষ্টিতে ভিজে প্রকৃতিও উপভোগ করেন তিনি।
এবার বৃষ্টির দিনে মজাদার হাঁসের মাংস রাঁধলেন পরীমণি। সেই ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুকে ভক্তদের সঙ্গে শেয়ার করতেই হুমড়ি খেয়ে পড়েন তারাও। পরীমণির রান্নার প্রশংসায় মেতে ওঠেন নেটিজেনরা।
গত ০৪ অক্টোবর মধ্যরাতে ভিডিও শেয়ার করে ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আজকে নাকি অনেক বৃষ্টি! নিজের হাতে রান্না হাঁসের মাংস।’
রান্নার ভিডিওটি পোস্ট করা মাত্রই নেটিজেনদের মন্তব্যের ঝড় বয়ে যায় চিত্রনায়িকার কমেন্টসবক্সে। একজন লিখেছেন, ‘বৃষ্টি মুখর আবহাওয়া’। আরেক ভক্ত লেখেন, ‘বাহ অসাধারণ সুন্দর পরী। বৃষ্টির দিনের সেরা রান্না।’
গত মাসে বিবাহবিচ্ছেদের জন্য শুকরিয়া আদায় করেছিলেন তিনি। তিনি লিখেছিলেন, ‘শুকরিয়া। আমারা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী’।
দাম্পত্য জীবনের টানাপোড়েনে গেল বছর ভেঙে যায় রাজ-পরীমণির সংসার। বিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে একাই দিন পার করছিলেন তিনি। এসবের মাঝেই তার জীবনে আগমন ঘটে ছোট্ট আরেক পরীর। যাকে নিজের মেয়ের পরিচয়ে দত্তক নেন পরীমণি। বর্তমানে দই সন্তানকে নিয়ে বেশ সুখেই জিীবন কাটাচ্ছেন এই নায়িকা। পাশাপাশি কাজও করছেন তিনি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]