বাড়ি ফিরলেন দীপিকা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৯
বাড়ি ফিরলেন দীপিকা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

মা হওয়ার পর প্রথম প্রকাশ্যে এলেন দীপিকা। তাই দেখে অনুরাগীদের আনন্দ যেন ধরছে না। প্রায় সাতদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণদীপ দম্পতি। নবজাতককে নিয়ে ফেরার সময় ধরা পড়েছেন ক্যামেরায়।


এদিন হাসপাতালে দীপিকাকে নিতে যান রণবীর সিং। সঙ্গে ছিলেন অভিনেতার বাবা। শোনা গেছে, দীপিকা ও সদ্যোজাত কন্যার জন্য গ্র্যান্ড ওয়েলকাম প্ল্যান করে রেখেছেন রণবীর। হাসপাতাল থেকে বেরিয়েই গাড়িতে উঠে পড়েন অভিনেত্রী। পেছনের সিটে তার সঙ্গে বসেছিলেন রণবীর।


সদ্যোজাত সন্তানকে সাদা কাপড়ে মুড়ে রাখেন তারকা দম্পতি। চোখেমুখে আনন্দের ছাপ স্পষ্ট। রণবীর-দীপিকা দুজনের চোখেই ছিল চশমা। তবে অভিনেত্রীর গাল পুরো লাল। যেন ব্লাশ করছেন। দীপিকার এই ‘পোস্ট প্রেগন্যান্সি গ্লো’ দেখে মুগ্ধ নেটিজেনরা।


এদিকে মা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে আসতেই দীপিকার সৌন্দর্যে মুগ্ধ নেটিজেনরা। তাদের মন্তব্য, মা হওয়ার পর দীপিকার রূপ যেন আরও বেড়েছে।

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com