অভিনেতা ও মডেল মনির খান শিমুলের মা বেগম হোসনে আরা খানম মারা গেছেন। ৯ আগস্ট ভোর রাত ৩টা ৫৮ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
শিমুলের পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নেত্রকোনার পূর্বধলা থানার কাজলা গ্রামে পারিবারিক মসজিদে বাদ জুমা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দাফন করা হয় নেত্রকোনায় তাঁর স্বামী মরহুম মর্তুজ আলি খানের কবরের পাশে।
ঢাকা ও নেত্রকোনায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন মা বেগম হোসনে আরা খানম পাকিস্তান আমলে ইস্ট-পাকিস্তান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন [ইপিসিআইসি] পরবর্তীতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন [বিসিআইসি]-তে দীর্ঘ ৩০ বছর কর্মরত ছিলেন।
এদিকে শিমুলের মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নেত্রকোনায়। শোক প্রকাশ করেছেন প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]