রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার ও ধর্মীয়ভাবে কটাক্ষ করে মানহানি মামলায় জড়ালেন কঙ্গনা রানাউত।
মাণ্ডির এ বিজেপি তারকা সাংসদের বিরুদ্ধে ৪০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নরেন্দ্র মিশ্র কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন।
সম্প্রতি ভারতীয় রাজনীতিক রাহুল গান্ধীর জাত তুলে ‘জগাখিচুড়ি’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় তার বিকৃত ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘দাদু মুসলিম, দিদা পারসি, মা খ্রিষ্টান’।
বিকৃত এ ছবিতে দেখা গেছে, রাহুল গান্ধীর মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলকের সঙ্গে গলায় খ্রিষ্টান ধর্মের ‘ক্রস’ লকেট ঝুলতে। সেই ছবি শেয়ার করে আইনি ঝামেলায় পড়েছেন কঙ্গনা।
মামলাকারী আইনজীবীর দাবি, তিনি একজন সাংসদ হয়েও কারো অনুমিত না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করেছেন। এতে তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করা হয়েছে। এতে গান্ধী পরিবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
এর আগে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন ভারতীয় খ্যাতিমান কবি ও লেখক জাভেদ আখতার। টেলিভিশন চ্যানেলে প্রকাশ্যে তার বিরুদ্ধে মিথ্যে বলেছিলেন এই অভিনেত্রী। এবার রাহুল গান্ধীর ভাবমূর্তি নষ্ট করায় তার বিরুদ্ধে আবারও মানহানি মামলা করা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]