‘সিকাবা’ হাউসের ছাতার তলায় অনেক কাজ করতে চান শুভশ্রী
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১২:৪৮
‘সিকাবা’ হাউসের ছাতার তলায় অনেক কাজ করতে চান শুভশ্রী
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

১৫ আগস্ট মুক্তি পাবে রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘বাবলি’। এই ছবিতে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি নিয়ে ভারতীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়েছেন এ অভিনেত্রী।


সাক্ষাৎকারে শুভশ্রীকে রাজের সঙ্গে একসাথে কাজ করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দু’জনে মিলে একসঙ্গে যদি ভালো ভালো কাজ করা যায়, সেই লক্ষ্যেই এগোচ্ছি। ‘সিকাবা’ হাউসের ছাতার তলায় অনেক কাজ করতে চাই। নতুন আইডিয়া, নতুন ডিরেক্টর-রাইটার্স, খুঁজছি। নতুন প্রজন্মের ইয়াংদের দেখতে চাই।


‘বাবলি’ ছবি নিয়ে এ অভিনেত্রীর ভাষ্য, ফ‌্যামিলির সকলে আমাকে এতটা উৎসাহ দেয় কাজের জন‌্য, ফলে একেবারেই সমস‌্যা হয়নি। তবে অবশ‌্যই মাদার্স গিল্ট কাজ করে। তাই সেইরকম সময় বেঁধে আমি শুটিং করেছিলাম। একটা নির্দিষ্ট সময়ে কাজে যেতাম, আবার বাড়ি ফিরে আসতাম ঠিক সময়ে। আউটডোরে যখন কাজ করেছিলাম ওদের দুজনকেই নিয়ে গিয়েছিলাম। আমরা এরকমই পরিকল্পনা করি, যদি দুজনেই বেরিয়ে যাই, তাহলে সঙ্গে বাচ্চাদের নিয়ে যাই।


শুভশ্রী বুদ্ধদেব গুহ বিষয়ে বলেন, যখন ‘বাবলি’-র স্বত্বটা নিতে গিয়েছিল রাজ, বুদ্ধদেব গুহ বলেছিলেন শুভশ্রী ‘বাবলি’ হলে খুব ভালো হয়।


হ্যা, শুনেছিলাম কাস্টিংয়ে লেখকের বড় ভূমিকা রয়েছে। উনি বলেছিলেন, শুভশ্রী যদি ওজনটা একটু বাড়ায়। ভাবলে মন খারাপ হয়ে যায়, ওকে ছবিটা দেখাতে পারলাম না।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com