রাজশাহীতে স্টার সিনেপ্লেক্সে ভাঙচুর
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ২১:৩৫
রাজশাহীতে স্টার সিনেপ্লেক্সে ভাঙচুর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশে চলছে দুর্বৃত্তদের তাণ্ডব। চলছে সংখ্যালঘুদের উপর অমানুষিক নির্যাতন, হত্যা, খুন, লুটপাট। নানা সরকারি স্থাপনাসহ মন্দির ভাঙছে তারা। বাদ যায়নি সিনেমা হলও। এবার জানা গেল ভাঙচুর করা হয়েছে দেশের প্রথম ও সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের একটি শাখা।


৫ আগস্ট, সোমবার রাজশাহীতে এ ঘটনা ঘটেছে।


বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া) মেজবাহ উদ্দিন আহমেদ।


ক্ষয়ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, ‘শাখাটি বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল। ৫ আগস্ট রাতে কাউন্টার, গেট, আসন ও হলের ভেতরের বিভিন্ন ডেকোরেশন দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা সঠিকভাবে বুঝতে পারব।’


অন্যদিকে, শেখ হাসিনার পদত্যাগের পর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই সড়কেই থাকতেন জলের গানের অন্যতম সদস্য রাহুল আনন্দ। সেসময় তার বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এক কাপড়ে বাসা থেকে বের করে দেওয়া হয় রাহুল ও তাঁর স্ত্রী-পুত্রকে। পুড়িয়ে ফেলা হয়েছে রাহুলের হাতে তৈরি হাজার খানেক বাদ্যযন্ত্র।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com