
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছেন জায়েদ খান। গত কয়েকবছর তিনি শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছেন। তবে ২৪-২৫ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জায়েদ খান। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।
জায়েদ খান বলেন, শিল্পী হিসেবে মানুষ কাজ মনে রাখে। কে সভাপতি-সেক্রেটারি এগুলো না। এছাড়া আমার বড় ভাই-বোন চান না আমি এবারের নির্বাচনে অংশ নেই। তারা বলেছেন, বিদেশে ট্যুর দিচ্ছো দাও, কিন্তু এবার নির্বাচন করো না।
জায়েদ খানের বড় বোন অসুস্থ। তা জানিয়ে জায়েদ খান বলেন, আমার বোন কঠিন রোগে আক্রান্ত। আমি তাদের কাছে থেকে বড় হয়েছি। তাই তাদের কথা ফেলে দেয়া আমার পক্ষে সম্ভব না। এ কারণে এবার নির্বাচনে অংশ নেব না।
নির্বাচনে অংশ না নিলেও শিল্পীদের সেবা করা যায়। তা উল্লেখ করে এই নায়ক বলেন, একাধিকবার দায়িত্বে থেকে শিল্পীদের সেবা করেছি। আমি মনে করি, শিল্পী বা সাধারণ মানুষের পাশে থাকতে হলে চেয়ার বা পদবি বড় বিষয় নয়। শিল্পীদের জন্য যেকোনো সময় যেকোনো প্রয়োজনে পাশে থাকব।
নির্বাচনে অংশ না নিলেও ডিপজল ও মিশা সওদাগরের প্যানেল সমর্থন করছেন বলেও জানান জায়েদ খান।
জানা গেছে, আসছে এপ্রিলের ১৯ তারিখ অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]