শিরোনাম
নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কিং খান
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯
নিজের রেকর্ড নিজেই ভাঙলেন কিং খান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘জাওয়ান’ সিনেমার আরেক নাম বলা যেতে পারে রেকর্ড। মুক্তির পর থেকেই শাহরুখ খানের এই সিনেমা ভাঙছে, গড়ছে একের পর এক রেকর্ড। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ খান। এখন শুধু ভারতে সর্বোচ্চ আয়কৃত হিন্দি সিনেমা ‘জাওয়ান’। ভারতে সিনেমাটির আয় ৫৪৬ কোটি রুপি।


ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বছরের শুরুতে শাহরুখের ‘পাঠান’ ভারতে আয় করেছিল ৫৪৩ কোটি রুপি। এই আয় করতে সময় লেগেছে ৫৮ দিন। মাত্র ১৭ দিনেই ‘জাওয়ান’ ছাড়িয়ে গেল সেই আয়। এখন বিশ্বব্যাপী হাজার কোটির ক্লাবে প্রবেশের মুখে সিনেমাটি। এখন পর্যন্ত ‘জাওয়ান’-সিনেমার পকেটে ঢুকেছে ৯৫৩ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় সাড়ে ১২০০ কোটির বেশি।


বিশ্লেষকদের মতে, আজকে ‍ছুটির দিন হাজার কোটির ক্লাবে প্রবেশ করতে পারে। চলতি সপ্তাহে ছাড়িয়ে যেতে পারে ‘পাঠান’ সিনেমার লাইফটাইম আয় ১০৫০ কোটি রুপি।


সামনে আরও এক ধামাকা নিয়ে হাজির হবেন শাহরুখ। প্রথমবারের মতো এই অভিনেতা অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে। বছরের শেষে ‘ডাঙ্কি’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে। শাহরুখ ভক্তরা অপেক্ষায় সেই ধামাকার জন্য।


সবচেয়ে দ্রুত ৫০০ কোটির ক্লাবে পৌঁছানো হিন্দি সিনেমার তালিকা-
জওয়ান- ১৮ দিনে।
গদর টু- ২৪ দিনে।
পাঠান- ২৮ দিনে।
বাহুবলি টু- ৩৪ দিনে।


বিবার্তা/পুলক/এমজে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com