সবাইকে খুশি করা আমার পক্ষে সম্ভব নয় : নুসরাত ফারিয়া
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ২০:২১
সবাইকে খুশি করা আমার পক্ষে সম্ভব নয় : নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+


দুই বাংলার আকাশে সমানভাবে উড়ছেন ‘বিউটি উইথ ব্রেইন’ হিসেবে সামদৃত নুসরাত ফারিয়া। ঢালিউডের প্রথম সারির নায়িকাদের একজন নুসরাত ফারিয়া। পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের মনেও চড়া দামে জায়গা কিনেছেন। ঢালিউড-টলিউডের সিনেমাতে সমান অনুপাতে অভিনয় করছেন ফারিয়া। তার গ্ল্যামারের সাথে টেক্কা দেওয়ার মতো নায়িকা বাংলা চলচ্চিত্রে কজনইবা আছে! বিশেষ করে ঢালিউডে তিনি সবার থেকে খানকিটা এগিয়ে।


তাই বলে সমালোচিত কম হন না তিনি। মাঝে মাঝেই নেটিজেনরা কটাক্ষের তীর নিক্ষেপ করেন তাকে লক্ষ্য করে। তবে এসব সমালোচনা গায়ে মাখেন না বলে এক সাক্ষাৎকারে জানালেন ফারিয়া।


তিনি বলেন, ‘সবাইকে কি খুশি রাখা সম্ভব? সব মানুষকে খুশি করা আমার পক্ষে সম্ভব নয়। দুই বাংলায় কাজ করছি। আমার যেমন ভক্ত আছে, তেমনি সমালোচকও আছে। সমালোচনাকে আমি গায়ে মাখি না।’


সমসাময়িক অনেকেই ওটিটিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে ফারিয়ার ওটিটিতে আগ্রহ নেই। কারণ হিসেবে তিনি বলেন, ‘বড় পর্দার আশা এখনও পুরোপুরি মেটেনি। আরও অনেক বছর এখানে জমিয়ে কাজ করতে চাই। তাই ওটিটিতে কাজ আপাতত নয়।’


বিবার্তা/লিমন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com