
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয়েছে আজ শনিবার (২৫ জুন)। এ উপলক্ষে চারদিকে বইছে খুশির জোয়ার। ঢাকার পাশেই কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মাঠে শনিবার বিকেলে আয়োজিত হয়েছে জমকালো কনসার্ট। কনসার্টটি আয়োজন করেছেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কনসার্টে গান করবেন ‘সা রে গা মা পা’ খ্যাত সংগীতশিল্পী নোবেল, প্রতীক হাসান, ইশরাত জাহান জুঁই, ঝিলিক, নোলক বাবু, সন্ধ্যা, অতনু, পায়েল, নদীসহ মোট ১০জন শিল্পী। উপস্থাপনা করবেন দেবাশিষ বিশ্বাস।
শিল্পীরা জানান, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ আয়োজনে থাকতে পারা তাদের জন্য অন্যরকম আনন্দের।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]