
দীর্ঘ চার মাস সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিত বলিউড বাদশা শাহরুখ খান। এই দীর্ঘ চার মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় তারকার দেখা পাননি ভক্তরা। তবে তাদের অপেক্ষার অবসান ঘটেছে। দীর্ঘ চারমাস পর নয়া চমক নিয়ে ভিডিও ও ছবি শেয়ারের প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ফিরেছেন শাহরুখ।
২০২১ সালের ১৯ সেপ্টেম্বরে গণেশ চতুর্থী উপলক্ষ্যে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন শাহরুখ। এরপর দীর্ঘ বিরতি। অবশ্য এই সময়ে ব্যক্তিগত জীবনেও কম ঝড়ঝাপ্টা যায়নি এই তারকার। একমাত্র ছেলে আরিয়ান খান ২০২১ সালের ২ অক্টোরব মাদক মামলায় গ্রেফতার হন। নানা দৌড়ঝাঁপের পর ওই মাসের ৩০ তারিখ মুক্তি পান আরিয়ান। কিন্তু তারপরও নিভৃতবাসেই থাকতে দেখা গেছে শাহরুখকে। এমনকি নিজের জন্মদিনটাও আড়ালেই কাটিয়েছেন তিনি।
তবে দীর্ঘবিরতির পর এলজির একটি প্রোমোশনাল ভিডিও বুধবার ইনস্টাগ্রামে শেয়ার করেন শাহরুখ। দীর্ঘবিরতির পর প্রিয় তারকার নতুন ভিডিও দেখে ভক্তদের মুখে হাসি ফুটেছে। ভিডিওর কমেন্ট সেকশনে ভক্তরা সেই আনন্দের বহির্প্রকাশ ঘটিয়েছেন।
বর্তমানে পাঠান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন এই তারকা। এই সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]