শিরোনাম
‘আমি প্লাস্টিকের পুতুল নই’
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ১৯:০০
‘আমি প্লাস্টিকের পুতুল নই’
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘লুকাচুপি’, ‘মিমি’র কল্যাণে হালে বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী কৃতি শ্যানন। এ বছরও অন্তত চারটি ছবি মুক্তি পাওয়ার কথা তাঁর। তবে এ পর্যন্ত আসতে নানা কাঠখড় পোড়াতে হয়েছে অভিনেত্রীকে। ক্যারিয়ারের শুরুর দিকে সইতে হয়েছে নানা ব্যঙ্গ-বিদ্রুপ।


বিশেষ করে কৃতিকে সবচেয়ে পোড়ায় তাঁর শরীর নিয়ে নানা বিরূপ মন্তব্য। ‘ঠোঁট একটু বেশি ভরাট’, ‘হাসার সময় নাকের ছিদ্র বড় হয়ে যায়’—এমন মন্তব্য শুনতে হতো। তবে এসব শুনে দমে যাননি কৃতি। সাফ বলে দিয়েছেন, ‘এসবই স্বাভাবিক। আমি তো আর প্লাস্টিকের পুতুল নই।’


সামাজিক যোগাযোগ মাধ্যম আসার পর এই চাপ কিভাবে আরো বেড়েছে সেটা ব্যাখ্যা করে অভিনেত্রী বলেন, ‘আমাকে অনেকেই কোমরের মাপ ছোট করার উপদেশ দিত। এ ছাড়া আমার হাসি মধুর নয়—এমন কথাও বলা হতো। এই চাপ আরো বেড়েছে ইনস্টাগ্রামসহ বিভিন্ন জায়গায় নানা ধরনের সম্পাদনা পদ্ধতি চালু হওয়ার পর। বিভিন্নজন বিভিন্ন রকমের কথা বলত। আমি কারো কথাই শুনিনি।’


এ বছর কৃতির ‘আদিপুরুষ’, ‘ভেড়িয়া’, ‘বচ্চন পাণ্ডে’ ও ‘গণপথ’ মুক্তি পাওয়ার কথা।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com