
বলিউড সুপারস্টার সালমান খানের কাছ থেকে কোনো ফোন এলে এখনও তা গভীর রাতেই আসে বলে জানিয়েছেন ২০০০ সালে মিস ইউনিভার্স মুকুটজয়ী অভিনেত্রী লারা দত্ত।
সম্প্রতি নিজের নতুন ওয়েব সিরিজ ‘কোন বানেগা শিখরবতী’র প্রচারে গিয়ে তিনি এ কথা জানান। খবর হিন্দুস্তান টাইমসের।
বলিউড ভাইজান সম্পর্কে ওই অনুষ্ঠানে লারার কাছে জানতে চাইলে লারা বলেন, সালমানের কাছ থেকে কোনো ফোন এলে এখনও তা গভীর রাতেই আসে। কারণ ওই সময়েই তার ঘুম ভাঙে।
অনুষ্ঠানে অক্ষয় সম্পর্কে তিনি বলেন, আজও সবার আগে ভোরে ঘুম থেকে উঠে পড়ে অক্ষয়।
বহু বছর ধরে অক্ষয় কুমার ও সালমান খানের সঙ্গে বন্ধুত্ব লারা দত্তের। দুই তারকার সঙ্গেই সিনেমায় কাজ করেছেন তিনি। তাই দুজনের স্বভাব ভালোই জানেন লারা।
সালমান খানের সঙ্গে ‘নো এন্ট্রি’ ও ‘পার্টনার’ সিনেমায় কাজ করেছেন লারা দত্ত। নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘আন্দাজ’-এ অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছিলেন লারা।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]