
বাংলাদেশি কণ্ঠশিল্পী লুইপার গাওয়া একটি মিউজিক ভিডিতে কোমর দুলিয়েছেন টালিউড নায়িকা নুসরাত জাহান। ‘নাচ ময়ূরী নাচ’ শিরোনামের গানটি ঝড় তোলেছে দুই বাংলায়। ভাইরাল এ গানটির এক দিনের ভিউ কোটি ছাড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বতঃস্ফূর্তভাবেই কোটি শ্রোতা গানটি শুনেছেন।
কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে দুই বাংলায় ঝড় তোলা গানটি প্রকাশ হয় ১৬ জানুয়ারি।
এ প্রসঙ্গে লুইপা বলেন, একদিনেই এত রেকর্ডসংখ্যক শ্রোতা গানটি এভাবে গ্রহণ করবেন ভাবতেই আনন্দ লাগছে। এর সব কৃতিত্ব কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর। তাদের কাছে আমি কৃতজ্ঞ যে এমন একটি গান তারা আমাকে উপহার দিয়েছেন। নুসরাত জাহানের নাচে গানটি পরিপূর্ণতা পেয়েছে। নির্মাতাসহ গানের পেছনের সবাইকে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সম্প্রতি মা হওয়ার পর বাবা যাদবের নির্মাণে এ গানে নুসরাত জাহানের কামব্যাক পারফরম্যান্সকে তার ক্যারিয়ারের সেরা কাজ বলেই মানছেন ভারতীয় গণমাধ্যম।
গানটি প্রসঙ্গে এক ভিডিও বার্তায় নুসরাত বলেন, টিএম রেকর্ডসকে ধন্যবাদ বাংলা মিউজিককে নেক্সট লেভেলে নেয়ার জন্য। ধন্যবাদ আমাকে নাচ ময়ূরী দেয়ার জন্য। তাপসের সংগীতায়োজনে লুইপার দারুণ একটা গান। অসাধারণ কন্সেপশান এবং স্টাইলিং করেছেন বাংলাদেশের ফ্যাশন আইকন ফারজানা মুন্নী। আমি বাংলাদেশে আমার আরো অনেক কাজের দিকে তাকিয়ে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]