শিরোনাম
সানি লিওন শেয়ার করতেই ভাইরাল বাংলাদেশি শিল্পীর গান (ভিডিও)
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ১৭:১০
সানি লিওন শেয়ার করতেই ভাইরাল বাংলাদেশি শিল্পীর গান (ভিডিও)
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বলিউডের হার্টথ্রুব আইটেম গার্ল সানি লিওন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশীর একটি গান শেয়ার করেছেন। গানটি শেয়ার করতেই সাথে সাথে তা ভাইরাল হয়েছে। এ গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস।


২৮ ডিসেম্বর টিএম রেকর্ডসের ইউটিউব ও ফেসবুকে প্রকাশিত হয় ‘দুষ্টু পোলাপাইন’ শিরোনামের গানটি। ভিডিওতে সানি লিওনের পারফরম্যান্স ও ঐশীর গায়কি দর্শকের নজর কাড়ে।


এবার গানটি নিজের ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুকে শেয়ার করছেন সানি লিওন। ক্যাপশনে লিখেছেন ‘দুষ্টু পোলাপাইন ফিচারিং তাপস।’ হ্যাশট্যাগে লিখেছেন, ‘সানি লিওন। নতুন বাংলা গান; বাংলাদেশ।’ ইনস্টাগ্রামে গানটি প্রকাশের এক ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৯ লাখ। অসংখ্য মন্তব্যে ভরে আছে তার কমেন্ট বক্স। গায়কি ও সানির নাচের প্রশংসা করছেন নেটিজেনরা। অন্যদিকে ফেসবুকে সানি লিওনের পোস্টটি রি-শেয়ার করেছেন গায়িকা ঐশী।


সংগীতশিল্পী হিসেবে ঐশীর কণ্ঠের শক্তি ও মাধুর্য নতুনরূপে হাজির করেছেন তাপস। এ বিষয়ে ঐশী বলেন, সংগীতশিল্পী ঐশীকে প্রতিটি গানেই নতুন নতুন রূপে জন্ম দিচ্ছেন কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী। বরাবরের মতো বলতে চাই, তাদের কাছে আমি চিরঋণী। তারা আমার মতো তরুণ শিল্পীদের বড় বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন, স্বপ্নগুলো বাস্তবায়নও করছেন।



বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com