শিরোনাম
'চারদিকে পুরুষ, প্রেমিক তো দেখি না'
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৪
'চারদিকে পুরুষ, প্রেমিক তো দেখি না'
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা রাকিব সরকারের সঙ্গে ১৩ সেপ্টেম্বর নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে তারা বেশ কিছুদিন প্রেম করেছেন। কিন্তু বিয়ের পর কি সেই প্রেম কমে গেছে? নাকি যা ছিলো, তা প্রেমই নয়?


প্রশ্নগুলো উঠছে মাহির সর্বশেষ ফেসবুক পোস্টকে ঘিরে। যেখানে তিনি উদ্ধৃত করেছেন তসলিমা নাসরিনের লেখা বহুল পঠিত কবিতা ‘প্রেম’। কবিতাটি এমন-


‘যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য,


চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধী ছিটোতে হয়,


সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়,


শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পড়র সাজতে হয়,


যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়,


তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার।


প্রেম হলে আমার যা কিছু এলোমেলো,


যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর


থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালবাসবে।


কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়!


এত যে পুরুষ চারিদিকে, কই, প্রেমিক তো দেখি না!’


একটি ছবি পোস্ট করে কবিতাটি ক্যাপশনে জুড়ে দিয়েছেন মাহি। কিন্তু নেটিজেনদের মনে প্রশ্ন, হঠাৎ কেন এমন কবিতা শেয়ার দিলেন নায়িকা? নিজের কোনো খুঁত কিংবা ভুলকে ইঙ্গিত করলেন? নাকি নতুন স্বামীকে প্রেমিক মনে হচ্ছে না তার? প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়নি। কারণ কিছুই পরিষ্কার করেননি মাহি।


প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। গত মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তিনি।


বিবার্তা/জুয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com