
আদিত্য রয় কাপুর ও শ্রদ্ধা কাপুরকে একসঙ্গে সিনেমায় জুটি বাঁধতে দেখলে, কেন জানি মনে হয় আশিকি এর নতুন সিকোয়েল নয় তো? আসলে, এই নায়ক-নায়িকা যখনই জুটি বেঁধেছেন তখনই ছবির গল্পের খাতিরে তাঁদের প্রেমে নানা গোলমাল৷ কখনও প্রেমে পড়াটাই সবচেয়ে বড় অশান্তি, তো কখনও প্রেম নয়, শুধুই লিভিংয়ের চক্করে। শেষমেশ সেই প্রেমের কাছে এসেই হাতজোরের গল্প! আর মাঝখানে, গানবাজনা, ‘কুল’ সাজা, কান্নাকাটি, বৃষ্টি, চুমু আর ভালো ভালো গান৷
শাদ আলির নতুন ছবি ‘ওকে জানু’ এর থেকে খুব একটা তফাৎ রাখে না৷ শুধু এই যা এখানে আদিত্য রয় কাপুর আর যাই করুক না কেন? মদ্যপ হয়ে ঘুরে বেড়াননি!
মণি রত্নমের হিট ছবি ‘ওকে কানমানি’ থেকে একেবারে অফিসিয়াল কপি-পেস্ট শাদ আলির ‘ওকে জানু’। শুধু সাউথের ফ্লেভার বদলে দিয়ে আনা হয়েছে নর্থের ফ্লেভারকে৷ আর বাকিটা একেবারে সিন টু সিন অনুকরণ!
এর আগে শাদ আলি সাঁথিয়া ছবিটিও বানিয়েছিল মণি রত্নমের দক্ষিণী ছবি থেকে কপিপেস্ট করে! তবে সেই অনুকরণে একটু নিজস্বতা ছিল বলেই হয়তো ছবিটা সুপারহিট ছিল! সে তো নয়, অন্য কাব্য৷ এবার আসা যাক, ‘ওকে জানু’ ছবিটি কেমন?
ছবি জুড়ে টানটান উত্তেজনা৷ ক্লাইম্যাক্স প্রায় হবে, হবে৷ এই সময়ই নায়িকাকে প্রশ্ন! ‘তোমার কাছে ভালোবাসা নাকি আদি!’ এই সংলাপ থেকেই স্পষ্ট হয়ে যায় এই ছবি কতটা পুরনো এক ভাবনাচিন্তাকে আদিত্য ও শ্রদ্ধার মুখ দিয়ে বলিয়েছেন৷ আর ফেমিনিস্টরা বলবেন, কেনই শুধু নায়িকাই বার বার সমঝোতা করবে?
ওকে জানু’র গল্প শুরু হয়, দুই কেরিয়ারকে জীবনের প্রাথমিক গুরুত্বে রাখা দুই মানুষের গল্প নিয়ে৷ যারা কিনা লিভ ইন রিলেশনশিপে থাকার কথা বলে৷ তবে সেই রিলেশনশিপে চলে আসে প্রেম! এরকম ছবি বলিউডেও আগেও হয়েছে৷ প্রীতি জিনতা ও সইফ আলি খান অভিনীত সালাম নমেস্তে যার মস্ত বড় প্রমাণ৷
ওকে জানু’র সবচেয়ে দুর্বল জায়গাই হল, ছবির স্ক্রিপ্ট! কারণ, আদিত্য, শ্রদ্ধা ও নাসিরুদ্দিন শাহ যতটা পেরেছেন ভালো অভিনয় করেছেন৷ তবে ওই, ছবি দেখতে দেখতে অনেক সময়ই শ্রদ্ধা ও আদিত্যকে দেখে মনে হয়েছে ওকে জানু নয়, নতুন এক আশিকি দেখছি৷ এটা অবশ্য দু’জনের জমাট রসায়নের জন্যই৷ তবে ওকে জানু’র সবচেয়ে ভালো দিক হল, বহুদিন বাদে এ আর রহমানের ভালো সুর কানে এল! তবে ওকে জানু, একেবারে ওকে ছবি! একদমই মাঝারি মাপের! সূত্র : বেঙালিপ্রদেশ
বিবার্তা/উজ্জ্বল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]