শিরোনাম
যাত্রা শুরু করলো ‘ফিরোজা বেগম আর্কাইভ’
প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ১৬:৫৭
যাত্রা শুরু করলো ‘ফিরোজা বেগম আর্কাইভ’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নজরুল গানের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের উপর এক অসাধারণ ডিজিটাল আর্কাইভের সূচনা হলো তার জন্মদিন ২৮ জুলাই। এই দিন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো ‘ফিরোজা বেগম আর্কইভ’ (www.ferozabegum.com)। এই আয়োজনের নেপথ্যে শিল্পীর ভাইঝি বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিস এবং তার পরিবার।


ডিজিটাল আর্কাইভে রয়েছে শিল্পীর জীবনী, পুরস্কারের তালিকা আর গানের ভাণ্ডার। নজরুলের গান, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক বাংলা গান, কাব্যগীতি, গীত ও গজল। গানের যাবতীয় তথ্য, রিলিজের সময়, সুরকার-গীতিকারের নামের পাশাপাশি, প্রকাশক কোম্পানির নাম এবং বিভিন্ন অনুষ্ঠানের দুর্লভ সংগ্রহ রয়েছে।


শিল্পীর অনুরাগীরা টেলিভিশন থেকে রেডিও, মঞ্চের অনুষ্ঠান থেকে সাক্ষাৎকার পেয়ে যাবেন এক ক্লিকে। এখানে আরো রয়েছে বিভিন্ন বাংলা, ইংরেজি পত্র-পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকার, অনুষ্ঠান সমালোচনা, প্রতিবেদন। ফটো গ্যালারিতে রয়েছে তার একার ছবি থেকে পারিবারিক জীবন, সঙ্গীত জীবন, বিভিন্ন দিকপালদের সঙ্গে ছবি এবং বিভিন্ন প্রজন্মের নানা শিল্পীর কথা তাঁকে ঘিরে। ভবিষ্যতে কোনো গুণগ্রাহীর কাছে থেকে পাওয়া কোনো তথ্য, ভিডিও বা গান এই আর্কইভে সংযোজন করার পরিকল্পনাও রয়েছে।


এর পাশাপাশি রয়েছে হাতে লেখা নোটবুকের কপি, চিঠিপত্র, তার স্বামী প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্তের জীবনী, গানের খাতার প্রতিলিপি, পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন, গান এবং ছবি। কমল দাশগুপ্তের সুরে ফিরোজা বেগমের বহুল প্রচলিত গান গুলোর মধ্যে 'আমি বনফুল গো',' ‘এমনই বর্ষা ছিল সেদিন', 'মোর জীবনের দুটি রাতি', 'মাটির এ খেলাঘরে' অন্যতম।


এই বিশাল কর্মযজ্ঞ নিয়ে সুস্মিতা আনিস জানান, এই কাজ আমাদের কাছে খুব সম্মানের, গর্বের। এমন একজন কিংবদন্তি শিল্পীকে পরিবারের একজন হিসেবে পাওয়া সৌভাগ্যের। কাছ থেকে পেয়েছি, গান শিখেছি।এই কাজ আমার গুরুদক্ষিণাও বলতে পারেন।


বিবার্তা/অনামিকা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com