শিরোনাম
এবার ইবুকে 'শাওনের বয়ানে হুমায়ূন'
প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ১৭:২৬
এবার ইবুকে 'শাওনের বয়ানে হুমায়ূন'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন করেছে ইবুক পড়ার ও অডিওবুক শোনার অ্যাপ ‘বইঘর’। এখানে লেখকের গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ইবুক ভার্সন ও অডিওবুক রয়েছে। আছে হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা কয়েকটি ইবুক। এর মধ্যে অন্যতম ‘শাওনের বয়ানে হুমায়ূন’। এর লেখক শোয়েব সর্বনাম।


‘শাওনের বয়ানে হুমায়ূন’ বইটিতে রয়েছে হুমায়ূন আহমেদের সহধর্মিনী অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের সাক্ষাৎকার। প্রিয় লেখক সম্পর্কে অনেক অজানা তথ্য তুলে ধরেছেন তিনি। যুক্ত করা হয়েছে সংশ্লিষ্ট কিছু স্থিরচিত্র, হুমায়ূনের লেখা চিঠি, চিরকুট প্রভৃতি।


‘শাওনের বয়ানে হুমায়ূন’-এর ইবুক ভার্সন প্রকাশ হওয়ার খবরে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন শাওন। তিনি বলেন, প্রিন্টেট ভার্সনের পর এবার ইবুক আকারে বইটি এসেছে শুনে ভালো লাগছে। এতে আরো বেশি পাঠক এটি পড়তে পারবেন বলে আমার বিশ্বাস। বিশেষ করে দেশের বাইরে থাকা হুমায়ূন আহমেদের পাঠক ও ভক্তরা এটি খুব সহজে পড়তে পারবেন। দেশের পাঠকেরাও যখন তখন, চলতে ফিরতে, এমনকি জ্যামে বসেও বইটির ইবুক ভার্সন পড়তে পারবেন।


লেখক শোয়েব সর্বনাম বলেন, তিন বছর আগে যখন বইটি বের হয় তখন হুমায়ূন আহমেদকে কেন্দ্র করে পাঠকের মনে এক রকম বাস্তবতা বিরাজমান ছিলো। এখন কিছুটা অন্যরকম। তাই বলে তার প্রতি ভক্তদের আগ্রহের কমতি নেই। আমাদের বইটি তাই প্রাসঙ্গিক। আমাদের বিশ্বাস, বইটির ই-ভার্সন ব্যাপক সমাদৃত হবে, দেশ-বিদেশের পাঠক এটি পছন্দ করবেন।


এটির পাশাপাশি হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা আরো কয়েকটি ইবুক পড়া যাচ্ছে বইঘরে। এগুলো হলো মাজহারুল ইসলাম রচিত ‘হুমায়ূন আহমেদের মাকড়সাভীতি এবং অন্যান্য’ ও ‘হুমায়ূন আহমেদের সঙ্গে নয় রাত’ এবং হাসান শাওন রচিত ‘হুমায়ূনকে নিয়ে’।


হুমায়ূন আহমেদের ‘দেয়াল’, ‘আমিই মিসির আলী’, ‘কাঠপেন্সিল’, ‘দারুচিনি দ্বীপ’সহ ২০টি গ্রন্থের ইবুক রয়েছে বইঘরে। এর বাইরে ‘মিসির আলীর অমীমাংসিত রহস্য (পাঠ: জাকিয়া বারী মম), ‘এই আমি’, ‘দেয়াল’সহ অধিকাংশ বইয়ের রয়েছে অডিওবুক।


বইঘর অ্যাপ : cutt.ly/unumvHM ও ওয়েবসাইট: www.boighor.com


বিবার্তা/অনামিকা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com