বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩
বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শোক র‌্যালি, বধ্যভূমিতে পুষ্পাঞ্জলি অর্পণ এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদ্‌যাপন কমিটি এবং শিক্ষক সমিতি।


শনিবার (১৪ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। এরপর সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বর থেকে বধ্যভূমি পর্যন্ত শোক র‌্যালি নিয়ে যাওয়া হয়। র‍্যালি শেষে শহীদ বুদ্ধিজীবীদের সম্মানে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বধ্যভূমি ও গণকবর স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।


পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় মুক্তিযুদ্ধের শহিদ ও বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক ড. মো. আসাদুজ্জামান সরকার, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির প্রমুখ। বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।


পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে নয়টার দিকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।


দিবসটি উপলক্ষ্যে বাকৃবির ধর্মীয় উপাসনালয়গুলোতে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com