বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১৪ ডিসেম্বর, শনিবার সকাল ৭টায় রংপুর নগরীর দমদমা বধ্যভূমিতে শোক র্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও আবাসিক হলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের নানা সংগঠনও দিনটি উপলক্ষ্যে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়।
দিবসটির আলোচনা সভা অনুষ্ঠিত হয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। তিনি তার বক্তৃতায় শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী সমাজের আত্মত্যাগের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, বুদ্ধিজীবীরা দেশের শোষণমুক্তির জন্য প্রাণ বিলিয়ে দিয়েছিলেন এবং স্বাধীনতার পথে তাদের অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, বেরোবির শিক্ষার্থীরা শহীদ আবু সাঈদের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের সকল অগ্রযাত্রায় তার আত্মত্যাগ ও অনুপ্রেরণাকে স্মরণ করে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে বৈষম্য দূর করতে এবং সবার সমন্বয়ে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এবং ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের রিসার্চ অফিসার ড. মো. রোকনুজ্জামান।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. এমদাদুল হক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রফিউল আজম খান, বাংলা বিভাগের প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিবার্তা/সোলাইমান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]