ডাকসু নির্বাচনের সম্ভাব্য সময় জানাল ঢাবি প্রশাসন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ২০:২৩
ডাকসু নির্বাচনের সম্ভাব্য সময় জানাল ঢাবি প্রশাসন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হতে পারে বলে জানিয়েছে ঢাবি প্রশাসন। এ নিয়ে সম্ভাব্য তারিখ নির্ধারণ ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে প্রশাসন।


রবিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সহযোগী অধ্যাপক প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।


তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নানা অসুবিধায় পড়তে হয়, কেননা নানা প্রেক্ষাপটে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হয়। ডাকসু একটি শিক্ষার্থীদের কথা বলার একটি আনুষ্ঠানিক জায়গা। তাছাড়া যখন আমরা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসি তখন ডাকসু নিয়ে নানা মতামত এসেছে। এছাড়া ডাকসুর গঠনতন্ত্র নিয়েও কথা উঠেছে। আমরা ভেবেছি, জানুয়ারি শেষে কিংবা ফেব্রুয়ারির মাঝামাঝি করতে পারলে ভালো। মূলত আমরা আমাদের ভাবনাকে স্পষ্ট করেছি যেন প্রস্তুতিটি সেভাবে নিতে পারি।


উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে সচল হয় ডাকসু ও ১৮টি হল সংসদ। ডাকসু ও হল সংসদের সর্বশেষ কমিটির মেয়াদ শেষ হয় ২০২০ সালে। করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাস।


পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ২০২১ সালের ৫ অক্টোবর থেকে হল ও ক্যাম্পাস খুলে দেওয়া হয়। সেই নির্বাচনের পাঁচ বছর পার হতে চলছে। এরপর তিন বছর পার হয়ে গেলেও ডাকসু ও হল সংসদ নির্বাচনের কোনো উদ্যোগ নেয়নি ঢাবি প্রশাসন।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com