বাউবিতে আধুনিক অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার উদ্বোধন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৬:২৫
বাউবিতে আধুনিক অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার উদ্বোধন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘আধুনিক অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


৮ ডিসেম্বর, রবিবার বাউবির কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা শুরু হয়।


কর্মশালাটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কর্মকর্তাদের কর্মদক্ষতার বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত অফিস ব্যবস্থাপনা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রমে নতুন মাত্রা সংযোজন করবে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে দক্ষ কর্মীবাহিনী তৈরি হবে। আধুনিক অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে দক্ষতা ও মেধার বিকাশ ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে অধিকতর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।


ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি ও কর্মশালার রিসোর্স পার্সন সাবেক অতিরিক্ত সচিব মো. আলাউদ্দিন।


কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. জহির রায়হান।


এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বাউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন স্কুল ও বিভাগের ৭২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com