রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের মান উন্নয়নে বেসিক কম্পিউটার লিটারেসি এবং ইংরেজি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুটি নতুন ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়েছে। কোর্স দুটি হলো- বেসিক কম্পিউটার লিটারেসি এবং বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন। দুপুরে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সফলতার জন্য ইংরেজি ভাষার দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের আইএলটিএস ও টোফেল পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, জার্মানভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা কিক ও জিআইজেড এর সহযোগিতায় বেরোবির শিক্ষার্থীরা ভাষাগত এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারবেন।
ড. শওকত আলী বলেন, আগামীতে ইংরেজির পাশাপাশি জার্মান এবং অন্যান্য ভাষার কোর্স চালু করার পরিকল্পনা রয়েছে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক এবং লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সাব্বীর আহমেদ চৌধুরী। এছাড়া, বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/সোলাইমান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]