ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটির ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ বর্ষের ফুয়াদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের ২০১৯-২০ বর্ষের সোলাইমান তালুকদার মনোনীত হয়েছেন।
১৩ নভেম্বর, বুধবার হল প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান ও সদ্য বিদায়ী সভাপতি শাহজাহান আলী এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হাসানুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক শাকিল মীর, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান লিমন, অর্থ সম্পাদক খায়রুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক হাসান তারেক, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ নূর মিনহাজ, বিতর্ক গবেষণা সম্পাদক মানিক ইসলাম সৌরভ, কার্যনির্বাহী সদস্য তামিম আশরাফ, তানভীর হাসান রবিন ও আশিদুল ইসলাম।
নবনিযুক্ত সভাপতি ফুয়াদ হাসান বলেন, বিতর্ক মানুষের মননের সুস্বাস্থ্য নিশ্চিত করে। যেকোনো বিষয়ে বুদ্বিভিত্তিক যৌক্তিক আচরণের জন্য বিতর্কের বিকল্প খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। সেই জায়গা থেকে বিতর্কের পরিচর্চা শুরু। এখন এটার সাথে দায়িত্বের সংমিশ্রণে নিজেকে শক্তপোক্ত ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি আগামীর সহযোদ্ধাদের মাঝে বিতর্কের প্রতি অকৃত্রিম ভালোবাসা রেখে যেতে চাই।
বিবার্তা/জায়িম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]