ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের নামে বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের সুযোগ না পেয়ে আমরণ অনশন ঘোষণা করেছেন বিভাগটির শিক্ষার্থীরা।
সোমবার (৪ নভেম্বর) দুপুর ৩টা থেকে প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এর আগে তারা সকাল ৯টা থেকে একই স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
জানা যায়, ৮ অক্টোবর (মঙ্গলবার) চারুকলা বিভাগকে রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় ২৩টি ও পঞ্চম তলায় ১টি কক্ষসহ মোট ২৪টি কক্ষ বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগকে পঞ্চম তলায় ১৫টি ও ফোকলোর স্টাডিজ বিভাগকে একই তলার ১৭টি কক্ষ বরাদ্দ দেওয়া হয়।
তবে প্রশাসন কর্তৃক কক্ষ বরাদ্দ পেলেও পূর্ব থেকেই চারুকলার নামে বরাদ্দকৃত কক্ষগুলো দখল করে রেখেছে ফোকলোর স্টাডিজ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ। ফলে নিজেদের নামে বরাদ্দকৃত কক্ষ দখলমুক্ত করতে ২৩ অক্টোবর (শনিবার) মানববন্ধন করে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা।
এসময় প্রশাসন কর্তৃক অতি দ্রুত সমাধানের আশ্বাস দিলেই কোনো সুরাহা না হওয়ায় ৩ নভেম্বর (রবিবার) থেকে আবারো আন্দোলনে নামে বিভাগটির শিক্ষার্থীরা। সোমবার (৪ নভেম্বর) সকাল ৯ টা থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তার। পরে দুপুর তিনটা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন ১৫ জন শিক্ষার্থী। শেষ খবর পাওয়া পর্যন্ত অনশন চলছিলো।
অনশনের বিষয়ে চারুকলা বিভাগের শিক্ষার্থী নিশাত তাসনিম বলেন, 'অনেকেই অনেকভাবে আশস্ত করলেও আমরা কোনো দৃশ্যমান ফলাফল না পেয়ে বাধ্য হয়ে এখানে এসেছি। আমাদের পরীক্ষা দেওয়ার মতো কোনো রুম নেই। আমাদের ক্লাসের পর ক্লাস হয়েছে বাতিল হয়েছে। বিভাগের সভাপতিকে বসতে দেওয়ার মতো রুম পাচ্ছি না। আমাদেরকে কর্তৃপক্ষ কক্ষ বরাদ্দ দিলেও অন্য ২টি বিভাগ তা দখলে রাখায় উঠতে পারছি না। এটি সমাধানের জন্য প্রশাসনের কোনো সাড়া না পেয়ে আমরা অনশনে বসেছি। তারা আমাদের শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে কিন্তু কোন বাস্তবায়ন নেই। আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত এখান থেকে উঠবো না।'
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, চারুকলা বিভাগের ক্লাসরুম নিয়ে সমস্যাটি জেনে আমি বিভাগে গিয়েছিলাম। সকল বিভাগের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য ডিনকে বলেছি। কিন্তু তিনি ক্যাম্পাসের বাইরে থাকায় তিনি বসতে পারেন নি। আমি গতকাল শিক্ষার্থীদের বুঝিয়েছি যে, আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করবো। আমি কালকে ডিন ও বিভাগের সভাপতিদের সাথে বসবো। সবার সাথে আলোচনার মাধ্যমেই সমাধানে আসতে হবে।
বিবার্তা/জায়িম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]