বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফ্যাসিস্ট, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আলোচনা সভা করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল।
বুধবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন কৃষি অনুষদের করিডোরে ঐ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. এম. হারুন-অর-রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার, পশুপালন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়াসহ বিশ্ববিদ্যালয়ের সোনালী দলের অন্যান্য শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় শিক্ষকবৃন্দ বলেন, আগে কেউ কথা বলতে পারতো না, এখন সময় এসেছে সবার কথা বলার। জাতিকে সঠিক ইতিহাস জানাতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছিলো তাদের ত্রাসের রাজনীতি। জাতিকে উন্নত করতে এই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]