
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষের নির্দেশে শতভাগ হল ছেড়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হলগুলো বর্তমানে শতভাগ ফাঁকা হয়ে গেছে।
১৮ জুলাই, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল শিক্ষার্থীদের হল ছেড়ে যাওয়ার কথা থাকলেও এক দিন সময় দেওয়া হয়েছিল। আজ দুপুর ২টার দিকে সকল হল থেকে শিক্ষার্থীরা চলে গেছেন। বর্তমানে সব হল শতভাগ ফাঁকা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে। সব প্রভোস্টকে তাদের হলগুলোর রুমে সিলগালা করে দেওয়ার জন্য বলা হয়েছে। আজকে মাদারবক্স হলে সিলগালা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে সব দোকানপাট বন্ধ রাখার জন্যও বলা হয়েছে। আজ সকালে শিক্ষার্থীদের হল ছাড়তে এবং ক্যাম্পাসে দোকানপাট বন্ধ রাখতে ক্যাম্পাসজুড়ে মাইকিং করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সরেজমিনে দেখা যায়, গতকাল রাত থেকেই শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। শের-ই-বাংলা হল, মতিহার হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ জিয়াউর রহমান হলসহ ১৭টি হলের অধিকাংশ রুমই তালাবদ্ধ।
এদিকে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]