৩ ঘণ্টা সময় দিয়ে ববি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১৩:৪৬
৩ ঘণ্টা সময় দিয়ে ববি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করে দুপুর ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সই করা এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।


এর আগে সকালে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, ইউজিসি থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো।
একইসঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৭ জুলাই বিকেল ৩টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছেড়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে।


এর আগে রাতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার শঙ্কা ছড়িয়ে পরে। এ কারণে উপাচার্য, প্রক্টর, প্রভোস্টসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে হলগুলোতে নির্ঘুম রাত কাটান।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com