
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সকল শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২ টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।
১৭ জুলাই, বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বুধবার সকাল ৯ টায় বাকৃবির সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৮ জুলাই দুপুর ১২ টার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, সবাইকে বাধ্যতামূলক হল ত্যাগ করতে হবে। আমরা সবাইকে অনুরোধ করবো হল ছেড়ে দেয়ার জন্যে। কারণ পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আপাতত এই পরিস্থিতিতে কাউকে হলে থাকার অনুমতি দেয়া হবেনা। বিশ্ববিদ্যালয় না খুলললেও শিক্ষার্থীদের কথা মাথায় রেখে দ্রুত সময়ের মধ্যে হল খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
এর আগে গত মঙ্গলবার রাতে (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সারা দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ও শিক্ষার্থীদেরও হল ত্যাগের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিবার্তা/আমান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]