বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১৯:৫৩
বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।


১৬ জুলাই, মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে, প্রধান ফটকে এসে দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।


অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা, সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে নূন্যতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করার দাবি জানান।


এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বশেমুরবিপ্রবি শাখার সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, আমরা রাজপথে আছি থাকব রাজপথে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব, ছাত্রসমাজ কখনও হার মানে না ছাত্র সমাজ তাদের যৌক্তিক যে কোনও দাবিতে সব সময় রক্ত দিয়েছেন, রক্ত দিয়ে যাবে।"


তিনি আরো বলেন, "আপনারা জানেন আমরা কিন্তু এক দফা দাবিতে আন্দোলন করছি। আমাদের দাবি কিন্তু একটাই এক দফায় সেই এক দফা দাবিগুলো পূরণ করে নেওয়া হয় তাহলে আমরা ঘরে ফিরব। তার আগে আমরা কখনও ঘরে ফিরব না। আমাদের বক্তব্য স্পষ্ট যে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সকল গ্রেডে সংস্কার করতে হবে এটাই আমাদের একমাত্র দাবি।"


আন্দোলনরত আরেক শিক্ষার্থী বলেন, "আমরা আমাদের কোটার যৌক্তিক সংস্কার চাই। একজন শিক্ষার্থী হিসেবে কোটা সংষ্কার চাওয়া আমাদের মৌলিক অধিকার। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু বর্তমানে কোটাই জাতির মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই যত দ্রুত সম্ভব সংসদে আইন পাশ করে কোটার যৌক্তিক সংস্কার করা হোক।"


বিবার্তা/অহনা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com