‘গর্বভরে ‘রাজাকার’ পরিচয়, বীর মুক্তিযোদ্ধাদের চরমভাবে অবমাননা’
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১৮:৪১
‘গর্বভরে ‘রাজাকার’ পরিচয়, বীর মুক্তিযোদ্ধাদের চরমভাবে অবমাননা’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কোটা সংস্কারের একদফা দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ।


১৬ জুলাই, মঙ্গলবার গণমাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. শহীদুর রশিদ ভূঁইয়া এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপি পাঠিয়েছে সংগঠনটি।


প্রতিবাদলিপিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ গভীর উদ্বেগের সাথে জানাচ্ছে যে, গত ১৪ জুলাই ২০২৪ রাতে কতিপয় শিক্ষার্থী স্বাধীনতাবিরোধীদের প্ররোচনায় তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার লক্ষ্যে মিছিল ও সমাবেশে নিজেদের রাজাকার অভিহিত করে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি স্লোগান দেয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ গভীরভাবে মর্মাহত, হতবাক, ক্ষুদ্ধ ও লজ্জিত।


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ মনে করে, এ ধরনের কার্যক্রম স্বাধীনতাবিরোধী অপশক্তির ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ বিশ্বাস করে, ত্রিশ লক্ষ শহিদ ও দুই লক্ষ নির্যাতিত মা-বোনের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে নিজেদের গর্বভরে ‘রাজাকার’ পরিচয় প্রদান মুক্তিযুদ্ধের চেতনাপরিপন্থি এবং শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের চরমভাবে অবমাননার শামিল।


এই ঘটনায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী স্লোগানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com