রায়সাহেববাজারে গুলি, জগন্নাথের ৪ শিক্ষার্থী আহত
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১৭:২৮
রায়সাহেববাজারে গুলি, জগন্নাথের ৪ শিক্ষার্থী আহত
বিবার্তা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোটা সংস্কারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর আন্দোলনকারী কোটা বিরোধীদের ওপর গুলির ঘটনায় চার শিক্ষার্থী আহত হয়েছেন।


১৬ জুলাই, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কোটা বিরোধীরা লাঠিসোঁটা নিয়ে রায়সাহেব বাজার অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।


কোটা বিরোধীদের অভিযোগ, পুরান ঢাকার আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করেছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গুলিবিদ্ধরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তু এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফেরদৌস। অন্যজনের একজনের পরিচয় জানা যায়নি।


এ বিষয়ে রাজধানীর কোতয়ালী জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল ইসলাম বলেন, গুলির খবর শুনেছি। তবে আমরা এক গ্রুপকেই মিছিল করতে দেখেছি। অন্য কোনো গ্রুপ দেখিনি।


বিবার্তা/রোমেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com