ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ, ছাত্রলীগের পাল্টা মিছিল
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১৮:৪২
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সমাবেশ, ছাত্রলীগের পাল্টা মিছিল
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোটা আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে রবিবার মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা প্রতিবাদস্বরুপ ‘তুমি কে, আমি কে-রাজাকার, রাজাকার’ স্লোগান দেন। এদিকে রাজাকার ধ্বনিতে মিছিলের প্রতিবাদে সোমবার (১৫ জুলাই) বেলা ১১টায় পাল্টা বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ।


ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘যারা রাজাকারের নাম উল্লেখ করে স্লোগান দিয়েছে আমরা তাদের ঘৃণাভরে প্রত্যাখান করছি। রাজাকারদের সাথে আমাদের কোনো আপস নেই, বন্ধুত্ব নেই। রাজাকার হয়ে এদেশে কেউ থাকতে পারবে না।’


এদিকে সোমবার বেলা চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে আবারো কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় আন্দোলনকারী এক শিক্ষার্থীকে বিশ^বিদ্যালয়ের জিয়াউর রহমান হলে মারধর করার প্রতিবাদ ও বিচার দাবি করেন শিক্ষার্থীরা।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মোখলেছুর রহমান সুইট বলেন, আন্দোলনকারীদেরকে প্রধানমন্ত্রী কর্তৃক রাজাকার আখ্যা দেয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা এই স্লোগান দিয়েছি। কিন্তু এ স্লোগানের অপব্যাখ্যা করে শিক্ষার্থীদের বিভিন্ন ট্যাগ দেয়া হচ্ছে। এটা খুবই আপত্তিকর।


বিবার্তা/জায়িম/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com