কোটা সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের পদযাত্রা ও স্মারকলিপি পেশ
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১৪:৪৬
কোটা সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের পদযাত্রা ও স্মারকলিপি পেশ
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোটা সংস্কার দাবি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কুষ্টিয়া শহরে পদযাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।


১৪ জুলাই, রবিবার বেলা সোয়া দশটায় কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় থেকে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। এসময় কুষ্টিয়া শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পদযাত্রায় অংশগ্রহণ করেন।



প্রায় পাঁচ কিলোমিটার পদযাত্রায় কোটা সংস্কারের দাবির সাথে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলাকে ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান তারা।


পদযাত্রাটি মুজিব চত্বর প্রদক্ষিণ করে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।


জেলা প্রশাসক এহেতেশাম রেজার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার মহসীন উদ্দিন। স্মারকলিপি গ্রহণকালে সহকারী কমিশনার মহসীন উদ্দিন বলেন, আমরা প্রসিডিওর অনুযায়ী শিক্ষার্থীদের মেসেজটি যথাযথ জায়গায় পাঠিয়ে দিব।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বায়ক মোখলেছুর রহমান সুইট বলেন, আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কারের সিদ্ধান্ত নেয়ার দাবিতে রাষ্ট্রপতি বরার স্মারকলিপি প্রদান করেছি। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।


বিবার্তা/জায়িম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com