
কোটা বৈষম্য নিরসনে একদফা দাবিসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘ব্লকেড কর্মসূচি’তে হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে গণপদযাত্রা শেষে রাষ্ট্রপতি বরাবর লিখিত কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজের কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা।
১৪ জুলাই, রবিবার সকাল ১১টায় কুমিল্লা জেলা শহরের পুলিশ লাইনে সকল শিক্ষার্থীরা জমায়েত হয়ে স্লোগানের মাধ্যমে গণপদযাত্রা শেষে দুপুর ১টায় রাষ্ট্রপতি বরাবর লিখিত স্মারকলিপি কুমিল্লা জেলা প্রশাসক (অতিরিক্ত) পঙ্কজ বড়ুয়া এর কাছে প্রদান করেন।
এ সময় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাস ও মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এই বিষয়ে লোক বিষয়ে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী আবু রায়হান বলেন, ‘কোটাকে সংস্কারের মাধ্যমে সংবিধানে সুবিধাবঞ্চিতদের পক্ষে ন্যূনতম কোটা রেখে বাকি সকল কোটা বাতিল করে সংসদে আইন পাশের জন্য রাষ্ট্রপতি বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি।’
বিবার্তা/প্রসেনজিত/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]