
সরকারি চাকরিতে কোটা বাতিল করে কোটা সংস্কারের এক দফা বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ গণপদযাত্রা করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় হলে হলে পদযাত্রা করে আন্দোলনে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
১৪ জুলাই, রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মুক্তমঞ্চ থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়। শিক্ষার্থীরা মুক্তমঞ্চ থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে দিয়ে পদযাত্রা করে।
শিক্ষার্থীরা জানান, কোটা ব্যবস্থা সংস্কার না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।
পদযাত্রা কর্মসূচি শেষে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবে শিক্ষার্থীরা।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]