
কোটা সংস্কারের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
১১ জুলাই, বৃহস্পতিবার বিকাল সোয়া চারটার দিকে প্রধান ফটকের সামনে এ অবরোধ করেন তারা।
এর আগে বিকাল সাড়ে তিনটায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা।
এদিকে, আন্দোলনের কারণে প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শিক্ষার্থীদের মিছিল ক্যাম্পাসের প্রধান ফটকের এসে পুলিশি বাধার মুখে পড়ে। পরে বাধা উপেক্ষা করে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে প্রধান ফটকে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। আধা ঘণ্টা পরে অবরোধ ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালের পাদদেশে অবস্থান নেন তারা। এসময় বিভিন্ন প্রতিবাদী গান, নাটিকা, ও কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা।
এদিকে বিকেল সাড়ে পাঁচটার পর বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে আবারো বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে বিভিন্ন স্থানে আমাদের সহযোদ্ধাদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের উপর এই হামলা চালিয়ে আমাদের দমানো যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে জনদুর্ভোগ কমানোর দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিবার্তা/জায়িম/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]