
পরিবহন কারিগরি কর্মচারী কল্যাণ সমিতির অভিষেক ও বিদায় অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের বলেন, ট্রান্সপোর্ট নিরাপত্তার অভাবে বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো ভাঙচুর হয়।
১১জুলাই, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরে পরিবহন কারিগরি কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত অভিষেক ও বিদায় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পরিবহন কারিগরি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মোমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেন, গতবছর যে গাড়িগুলো ভাঙচুর হয়েছে ট্রান্সপোর্ট নিরাপত্তার অভাব অনেকটা রয়েছে। আমি দায়িত্ব পাবার ৩দিন পরেই এসে পর্যবেক্ষণ করলাম কী ঘাটতি আছে। আমি মনে করি ট্রান্সপোর্ট নিরাপত্তা নেই বিধায় গাড়িগুলো ভাঙচুর করতে পেরেছে। আমাদের গাড়িগুলো অধিকাংশই বাইরে রাখা হয় যার ফলে নিরাপত্তার ঘাটতি থেকে যায় অনেকটা।
তিনি আরো বলেন, আমরা পরিকল্পনা নিয়েছি গাড়িগুলো রাখার জন্য দুতলা বিশিষ্ট একটি স্থাপনা করব। উপরের তলায় ছোট গাড়িগুলো রাখা হবে এবং বড় গাড়িগুলো নিচে রাখা হবে। এছাড়া পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকলকে যৌথভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন আপনাদের মাথায় রাখতে হবে যাতে ট্রান্সপোর্ট খরচ কমে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে।
উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. সেকান্দর চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়কে গতিশীল করার জন্য যে মানুষগুলো দৈনিক শহরে যায় সকালের ঘুম হারাম করে সারাদিন ত্যাগ করেন তারাই হলেন বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার কনটাক্টর ও স্টাফ। সত্যিকারার্থে আপনারাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। যারা বিদায় নিচ্ছেন তারা ভালো থাকুক। আপনারা বিদায় নিলেও আপনারা আমাদের হৃদয়ে থাকবেন।
প্রফেসর বেনু কুমার দে বলেন, আমরা একটা নীতিই মেনে চলি যোগ্য আসনে যোগ্য ব্যক্তি। আপনি যেখানে আছেন সেখানকার দায়িত্বটা সুন্দরভাবে পালন করুন। গাড়ি দরকার পরে ৫ মিনিট পরে যাবে তবুও আপনারা আইন ভঙ্গ করবেন না।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফ উদ্দীন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।
পরিবহন কারিগরি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিবার্তা/মহসিন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]