কোটা সংস্কারের দাবিতে চবি প্রতিবন্ধী ও আদিবাসী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১৪:৫৫
কোটা সংস্কারের দাবিতে চবি প্রতিবন্ধী ও আদিবাসী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকারি চাকরিতে আদিবাসী শিক্ষার্থীদের কোটা পুনর্বহাল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোটা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি ও ছাত্র সমাবেশ পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী ও আদিবাসী শিক্ষার্থীরা।


১১ জুলাই, বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ সমাবেশ করেন।


সমাবেশে দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষ থেকে চবি শিক্ষার্থী ইউসুফ রোমান বলেন, অনগ্রসর জাতিগোষ্ঠীর যেখানে সংবিধানে চাকরির কথা বলা হয়েছে সেখানে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। দেশে সরকারি রেজিস্ট্রেশনে মোট প্রতিবন্ধীর সংখ্যা ২৭ হাজার। আমাদের কোটা বাতিল করলে একটা বৈষম্য করা হবে। আমরা খুবই কষ্টের মাধ্যমে পড়াশোনা করি। কিন্তু আমরা ভালো নেই। আমাদের চাকরি নেই। সংবিধানের ২৮ নং অনুচ্ছেদে অনগ্রসর মানুষদের জন্য চাকরির নিশ্চয়তার কথা বলা হয়েছে। তাই আমাদের জন্য কোটা সংরক্ষণ করতে হবে।


তিনি আরো বলেন, ১ম ও ২য় শ্রেণির চাকরিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা পুনর্বহাল করতে হবে কেননা তারা অনগ্রসর জাতিগোষ্ঠী। সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের ১% কোটা হাস্যকর।আমরা আমাদের ৫% কোটা চাই। মুক্তিযোদ্ধাদের আপনারা ৩০% কোটা দিচ্ছেন তারা কি অনগ্রসর জাতি? যারা অনগ্রসর তাদের দিচ্ছেন মাত্র ১%।


এসময় টিএসএফ এর সাধারণ সম্পাদক বিলাস ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রামে কাপ্তাই বাঁধের কারণে ৫৪ হাজার একর জমি পানির নিচে তলিয়ে গেছে। স্বাধীনতার পরে আমাদের বলা হলো আপনাদেরকে বাঙালিতে প্রমোশন দিলাম, যা একটা চরম বৈষম্যমূলক। আদিবাসীদের কারণে দেশের উন্নয়ন হচ্ছে। তারাও দেশের নাগরিক। তারাও ভোট দিয়ে সরকার নির্বাচন করে। তাই তাদেরকে সরকারি চাকরিতে কোটার সুযোগ দিতে হবে।


ছাত্র সমাবেশে অংশ নিয়ে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেয়।


বিবার্তা/মহসিন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com