
কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে পাঁচ ঘণ্টাব্যাপী কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে ১০ জুলাই, বেলা ১১ টায় অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন প্রতিবাদী গান, কবিতা ও অভিনয়ের মাধ্যমে নিজেদের দাবি জানান আন্দোলনকারীরা। পরে বিকাল পৌনে ৪টায় অবরোধ ছেড়ে দেন তারা।
দীর্ঘ পাঁচ ঘণ্টা অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে অবরোধের আগে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অবরোধ কর্মসূচিতে মিলিত হন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, চাকরির সকল গ্রেডে সবমিলিয়ে ৫℅ কোটা রেখে বাকি পদে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। নতুন পরিপত্র জারি করে অনতিবিলম্বে বৈষম্যমূলক সকল কোটার সংস্কার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।
বিবার্তা/জায়িম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]